স্বামী পলাতক, ঘরে মিলল স্ত্রীর ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২১ এপ্রিল ২০২১

মাদারীপুরের শিবচরের বাঁশকান্দিতে সাথী বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামে মামুন চৌকিদারের বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরিবারের অভিযোগ তাকে হত্যা করে মরদেহ ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মামুন চৌকিদার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে সাথী বেগমের স্বামী মামুন চৌকিদার তার শ্বশুরবাড়িতে ফোন করে খবর দেয় সাথী ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ শুনে ভাই আনোয়ার হোসেন ও পরিবারের লোকজন এসে সাথীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে স্থানীয় ও পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভোর থেকেই স্বামী মামুন চৌকিদার পলাতক রয়েছেন। সাথীর পরিবার ও আত্মীয় স্বজনদের দাবি মামুনই তাকে মেরে ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রেখেছেন।

নিহত সাথী বেগম দুই ছেলে ও এক মেয়ের মা। তিনি একই ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের আছু মদ্দিন কবিরাজের মেয়ে।

সাথীর ভাই আনোয়ার হোসেন বলেন, আমার বোনকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দিত মামুন। মাঝে মাঝে অনেক মারধর করত। এই নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। গত কয়েকদিন আগে ওকে মারলে আমরা ফরিদপুর মেডিকেলে নিয়ে ৩৬ হাজার টাকা ব্যয় করে চিকিৎসা করাই। আজ আমার বোনকে মেরে ঘরে ঝুলিয়ে রেখেছে।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম তাকে এই সংসার থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বোনকে পুনরায় সংসারে রাখার কথা বললে আমরা তাদের কথা শুনে রেখে যাই।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত জানান, আমরা ঘটনাস্থল থেকে সাথী বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাথী বেগমকে হত্যা করে আঁড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরে স্পষ্টভাবে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নাসিরুল হক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।