বগুড়ায় আরও ৩ জনের প্রাণ নিলো করোনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

বগুড়ায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরা তিনজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুবরণকারীরা হলেন- গাবতলী উপজেলার তরফ সরতাজ এলাকার খাজা মিয়া (৪৫), শেরপুর উপজেলার যুগিগাতী এলাকার জোবেদা খতুন এবং বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার রহিমা বেগম (৮০)।

এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৩টি নমুনায় ৩৯ জনের পজিটিভ আসে। এছাড়া টিএমএসএসে ১৬টি নমুমায় ৪ জনের পজিটিভ এসেছে।

বুধবার (২১ এপ্রিল) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১৫৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১৮৬ জন। মৃত্যু হয়েছে ২৮২ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ১০৬৬ জন।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।