দিনে-দুপুরে যুবককে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২১ এপ্রিল ২০২১

মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে রিপন দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছেন ছিনতাইকারীরা।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে কুসুমবাগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছেন।

আহত রিপন দেবনাথ মৌলভীবাজার সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামের নীলমনি দেবনাথের ছেলে।

রিপন দেবনাথ বলেন, ‘সকালে আমার মালিকানাধীন শমশেরগঞ্জ বাজারে অবস্থিত রেডিএন ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাম মেশিন কেনার জন্য সিটি ব্যাংকে চার লাখ টাকা জমা দিতে যাই। হঠাৎ একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা আমার হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যান।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এ ঘটনাকে ছিনতাই বলছি। এছাড়া বিষয়টি কতটুকু সত্য-মিথ্যা তা তদন্ত করা হচ্ছে।’

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।