কালবৈশাখী : মহাসড়কে গাছ পড়ে সিরাজগঞ্জে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:১৯ এএম, ২২ এপ্রিল ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় কালবৈশাখী ঝড়ে রাস্তায় একটি বড় গাছ পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গাছটি কেটে কেটে সরিয়ে নিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার সহ-উপপরিদর্শক মো. নবীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঝড় চলাকালে কোনো এক সময় গাছটি সম্পূর্ণ রাস্তাজুড়ে ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুপাশে সাময়িক যানজটের সৃষ্টি হচ্ছে।

গাছটি উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা কেটে কেটে সরিয়ে নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, গাছটি রাস্তা থেকে সরিয়ে নিতে অন্তত আরও ১ ঘণ্টা সময় লাগবে।

ইউসুফ দেওয়ান রাজু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।