ধান কাটতে বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন গাইবান্ধার ২৫০ শ্রমিক
করোনাকালে ধানকাটা শ্রমিকের সংকট দূর, কর্মহীন শ্রমিকের আয় ও কর্মসংস্থানে সুযোগ সৃষ্টিতে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন গাইবান্ধার ১৫০ শ্রমিক।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী দিয়ে বিশেষ যাত্রীবাহী বাসের মাধ্যমে তাদের পাঠানো হয়।
গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) সহযোগিতায় গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম শ্রমিক পাঠানো কর্মসূচির উদ্বোধন করেন।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিভিন্ন জেলায় ধানকাটা ও মাড়াইসহ কৃষিকাজ করার আগ্রহী শ্রমিকদের বিশেষ ব্যবস্থাপনায় পাঠানো হচ্ছে। এ ব্যবস্থা চলমান থাকবে।
উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা পুলিশ, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে জেলার প্রায় ২ হাজার শ্রমিক ধান কাটা ও মাড়াই কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছিল।
জাহিদ খন্দকার/এসজে/জিকেএস