বেগমগঞ্জে ভাই-ভাবিসহ তিনজনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:০৬ এএম, ২৩ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাই-ভাবিসহ তিনজনকে কুপিয়ে গুরুত্বর জখম করেছেন আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে উপজেলার একলাশপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের (৪৮) সঙ্গে ছোটভাই আনোয়ার হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত খোরশেদকে ধারালো দা দিয়ে হাতের কব্জি, বুকে, পায়ে, পেটে ও তার স্ত্রী জাহানারা আক্তারকে (৩৫) হাতের কব্জিতে কুপিয়ে গুরুত্বর জখম করেন আনোয়ার। এ সময় প্রতিবেশী শাহাদাত হোসেন (১৮) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন তিনি।

পরে এলাকাবাসী গুরুত্বর অবস্থায় তাদের নোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, অভিযুক্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সুধারাম থানার পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।