বাগেরহাট সদর হাসপাতালে তিন আইসিইউ চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০২১

বাগেরহাট ডেডিকেটেড করোনা হাসপাতালে তিন শয্যার আইসিইউ স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে হাসপাতালের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে আইসিইউ শয্যার উদ্বোধন করা হয়েছে।

এসময় বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বাগেরহাটের সাধারণ সম্পাদক ডা. মো. মোশাররফ হোসেন ও শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান করোনা হাসপাতালে আরও একটি আইসিউ শয্যা দেয়ার ঘোষণা দেন।

jagonews24

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, করোনা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনসহ ৩০টি শয্যা রয়েছে। আমরা রোগীদের আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আইসিউ না থাকায় গুরুতর রোগীদের খুলনায় স্থানান্তর করতে হত। যার ফলে অনেক রোগী বিপদে পড়ে যেতেন। এখানে আইসিউ শয্যা সংযোজিত হল। এর ফলে আমরা গুরুতর অসুস্থ রোগীদের এখানেই চিকিৎসা প্রদান করতে পারব।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার কোথাও আইসিইউ শয্যা ছিল না। বাগেরহাটের করোনা হাসপাতালে আইসিইউ শয্যা সংযোজিত হওয়ায় করোনা রোগীদের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই।

শওকত আলী বাবু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।