মাছ দেখতে গিয়ে পুকুরে ঝাঁপ, যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৫ এপ্রিল ২০২১
ফাইল ছবি

পঞ্চগড়ে বউয়ের সঙ্গে পুকুরের মাছ দেখতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে হাসান আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) সকাল ৬টায় পরিবারের লোকজন শ্যালো মেশিন দিয়ে পানি অপসারণ করে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের নজিব উদ্দিনের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

পরিবার জানায়, হাসান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিন সন্তানের জনক হাসান মানসিকভাবেও কিছুটা অসুস্থ। শনিবার (২৪ এপ্রিল) রাতে হাসান আলী ও তার স্ত্রী শারমিনা বেগম বাড়ির পাশের একটি পুকুরে মাছ দেখতে যান।

একপর্যায়ে জোরপূর্বক স্ত্রী শারমিনাকে নিয়ে পুকুরের পানিতে ঝাঁপ দেন হাসান আলী। সাঁতার জানতেন না তিনি। এছাড়া মৃগী রোগী হিসেবেও পুকুর বা নদীর পানিতে নামা তার জন্য বিপদ ছিল।

দুজনে পুকুরে নামার পর গভীর পানিতে নিখোঁজ হন হাসান আলী। পুকুর থেকে উঠে স্ত্রী পানিতে তলিয়ে যাওয়ার কথা প্রতিবেশীদের জানান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই তার মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করেন। কিন্তু মরদেহের কোনো খোঁজ না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যান।

পরে স্থানীয়রা চারটি শ্যালো মেশিন দিয়ে পানি অপসারণ করে সকালে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন তারা।

নিহতের বড় ভাই তৌহিদুল ইসলাম বলেন, শুনেছি স্বামী-স্ত্র্রী দুজনেই পানিতে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু হাসান আলী পানিতে নিখোঁজ হন। তার মানসিক সমস্যা ছিল এবং মৃগী রোগে আক্রান্ত। আমরাও পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলতামাস হুসাইন লেলিন বলেন, খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে গিয়েছি। পুকুরের গভীরতা বেশি হওয়ায় মরদেহ উদ্ধারে সময় লাগে। হাসান আলীর কিছুটা মানসিক সমস্যা ছিল। এ কারণে হয়তো স্ত্রীসহ তিনি পানিতে লাফ দিয়েছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বলেন, পরিবার বা অন্য কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। জনপ্রতিনিধিসহ সকলেই বলছেন তিনি মানসিকভাবেও অসুস্থ। তিনি সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যেতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সফিকুল আলম/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।