পাল্টাপাল্টি কর্মসূচিতে কোম্পানীগঞ্জে আবার উত্তেজনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৫ এপ্রিল ২০২১
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকার কিছুক্ষণ পর মির্জা কাদেরের অনুসারীরাও একই স্থানে সমাবেশ ডেকেছে।

রোববার (২৫ এপ্রিল) ইফতারের পর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগ ও কাদের মির্জার অনুসারীদের বিবদমান দুই গ্রুপ ওই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।

এ নিয়ে আবারও উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী।

উপজেলা আওয়ামী লীগের অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জুর বাসায় আবদুল কাদের মির্জার সন্ত্রাসী বাহিনীর বোমা হামলার প্রতিবাদে বাদ মাগরিব চাপরাশিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।

অন্যদিকে এ কর্মসূচি ঘোষণার কিছুক্ষণ পর কাদের মির্জার সহকারী আবদুল হামিদ প্রকাশ ওভি হামিদসহ অনেকে একই স্থানে পাল্টা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে ফেসবুকে একযোগে পোস্ট দিচ্ছেন।

তারা লিখছেন, ‘তথাকথিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু গত ২৩ তারিখ রাত সাড়ে ১০টায় তার ফেসবুক লাইভে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদেরের বাবা ও পরিবারকে নিয়ে বিষোদগার করার প্রতিবাদে আজ (রোববার) বাদ মাগরিব চাপরাশিরহাটে সমাবেশের আয়োজন করা হয়েছে।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর জাগো নিউজকে বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। জনগণের নিরাপত্তার স্বার্থে সব ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডের ওই বাসায় দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। পুলিশ ওই বাড়ির আশপাশ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ওই বাড়িতে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুও বসবাস করেন।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।