বেদে পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
ঝিনাইদহে অবস্থানরত বেদে পল্লীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে।
রোবাবার (২৫ এপ্রিল) দুপুরে পবাহাটি কলাহাটার পাশে অবস্থানরত অর্ধশতাধিক মানুষকে ১০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেন জেলা প্রশাসক মজিবর রহমান।
বেদে পল্লীর চাপলু সদ্দার বলেন, ‘আমাদের এখানে অর্ধশতাধিক মানুষের বসবাস। করোনার কারণে আমাদের এখন তেমন কাজ নেই। এ জন্য আমরা সবাই পরিবার নিয়ে কষ্টে দিন পার করছি। আজ ডিসি আমাদের এখানে এসে নিজের হাতে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল ও ৫০০ টাকা কর দিয়েছেন। এতে আমরা সবাই খুশি।’
বেদে পল্লীর মোছা. বেগম খাতুন নামের এক বৃদ্ধা বলেন, ‘বাবা আমি চোখে ভালো দেখতে পাই না। এ জন্য কাজও ঠিকঠাকভাবে করতে পারি না। ঘরে চাল ফুরিয়ে গেছে। চিন্তায় ছিলাম রাতে কী খাব। এখন প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমি খুশি। রাতের খাবার নিয়ে আমার আর চিন্তা করতে হবে না।’
জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ‘করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অব্যাহত রয়েছে। আমরা বেদে পল্লীর ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছি। শহরের ভাসমান মানুষগুলোর মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।’
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস