টাকার অভাবে একাই ধান কাটছিলেন কৃষক, বাকিটুকু কেটে দিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০২১

দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ও লকডাউনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এর প্রভাব পড়েছে কৃষকদের ওপরও। তারা টাকার অভাবে শ্রমিক নিতে না পেরে ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন। তেমনি একজন কৃষক ইলিয়াস আলী (৪৫)। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ার ছড়ার বালাটারী গ্রামে।

jagonews24

রোববার (২৫ এপ্রিল) দুপুরে টাকার অভাবে শ্রমিক নিতে না পারা অসহায় কৃষক ইলিয়াস নিজ জমিতে একাই ধান কাটছিলেন। তার একা ধান কাটার দৃশ্য উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে আসল তারা উদ্যোগ নেন ধান কেটে দেয়ার। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল ওই কৃষকের পাকা ধান কাটায় অংশ নেন। বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত কৃষকের ২৪ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন।

jagonews24

কৃষক ইলিয়াস আলী বলেন, ‘টাকার অভাবে আমি শ্রমিক নিতে না পেরে একা একা ধান কাটছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা এসে আমার সম্পূর্ণ ধান কেটে ঘরে তুলে দিল। ছাত্রলীগকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

jagonews24

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতবছরের করোনা মহামারিতে আমরা সাধারণ অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছিলাম। এবারও আমরা কৃষকদের পাশে আছি। আজ কৃষক ইলিয়াস চাচার ২৪ শতক জমির ধান কেটে দেয়া হলো। আমাদের এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মাসুদ রানা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।