টাকার অভাবে একাই ধান কাটছিলেন কৃষক, বাকিটুকু কেটে দিল ছাত্রলীগ
দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ও লকডাউনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এর প্রভাব পড়েছে কৃষকদের ওপরও। তারা টাকার অভাবে শ্রমিক নিতে না পেরে ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন। তেমনি একজন কৃষক ইলিয়াস আলী (৪৫)। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ার ছড়ার বালাটারী গ্রামে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে টাকার অভাবে শ্রমিক নিতে না পারা অসহায় কৃষক ইলিয়াস নিজ জমিতে একাই ধান কাটছিলেন। তার একা ধান কাটার দৃশ্য উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে আসল তারা উদ্যোগ নেন ধান কেটে দেয়ার। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল ওই কৃষকের পাকা ধান কাটায় অংশ নেন। বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত কৃষকের ২৪ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন।

কৃষক ইলিয়াস আলী বলেন, ‘টাকার অভাবে আমি শ্রমিক নিতে না পেরে একা একা ধান কাটছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা এসে আমার সম্পূর্ণ ধান কেটে ঘরে তুলে দিল। ছাত্রলীগকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতবছরের করোনা মহামারিতে আমরা সাধারণ অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছিলাম। এবারও আমরা কৃষকদের পাশে আছি। আজ কৃষক ইলিয়াস চাচার ২৪ শতক জমির ধান কেটে দেয়া হলো। আমাদের এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মাসুদ রানা/এসআর/জিকেএস