মোংলায় কোস্টগার্ড ও বিদ্যানন্দের ত্রাণ বিতরণ
মোংলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রোববার (২৫ এপ্রিল) কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ইমতিয়াজ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ হারবারিয়া স্টেশনের মোংলা উপজেলার জয়মনি এলাকায় ১৫০ অসহায় পরিবারের ত্রাণ বিতরণ করা হয়।
এছাড়াও চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলের এক হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/এমকেএইচ