লোহাগড়ায় ৬ মামলায় ১৩৫ আসামির আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৫ এপ্রিল ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুগ্রামের করা ছয় মামলার ১৩৫ জন আসামি একসঙ্গে আত্মসমর্পণ করেছেন। রোববার (২৫ এপ্রিল) দুপুরে থানায় গিয়ে তারা আত্মসমর্পণ করেন।

ছয়টি মামলার মধ্যে পাঁচটি ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের এবং অপর একটি লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের। চলতি মাসে ওই দুই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এসব মামলা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ প্রশাসনের চেষ্টায় এসব আসামিকে থানায় এনে ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।