মির্জাপুরে তিনটি ড্রেজার ধ্বংস, একজনকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৫ এপ্রিল ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে ধলেশ্বরী শাখার উয়ার্শী ও লৌহজং নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে মনির হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক মেম্বার যথাক্রমে সেকান্দার ও কমলসহ আবুল হোসেন, ভুট্টু ও লুটনের নেতৃত্বে নাগরপাড়া বাজার সংলগ্ন উয়ার্শী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলে দুটি ড্রেজার মেশিন ধবংস করা হয়।

একই দিন উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুল্কি এলাকায় লৌহজং নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আরও একটি ড্রেজার ধ্বংস করে। সেখানেও কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি আদালতের বিচারক।

উয়ার্শি ইউনিয়নের নগর ভাতগ্রাম এলাকায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটিকাটার অপরাধে নগরভাতগ্রামের সাইদ আলী ছেলে মো. মনির হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন
এস এম এরশাদ।

এসএম এরশাদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।