ক্লিনিক থেকে নবজাতক চুরি : ১৫ ঘণ্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৭ এপ্রিল ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জের সেবা ক্লিনিক থেকে চুরি যাওয়ার ১৫ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রিয়া খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দাসপাড়া থেকে প্রিয়া খাতুন-জাহাঙ্গীরের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে বিভিন্নস্থানে অভিযান চালায় র‌্যাবের একাধিক টিম। এরপর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার নিশ্চিন্তপুর দাসপাড়ায় আছে শিশুটি।

পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত সন্দেহে প্রিয়া খাতুনকে আটক করা হয়। তবে তার স্বামী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে প্রিয়া জানান, দীর্ঘদিন তাদের সন্তান হচ্ছিল না। তাই দুজন পরামর্শ করে শিশুটিকে চুরি করেছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) সকালে কালীগঞ্জের বলিদাপাড়ার ইউজিবাইক চালক মনিরুল ইসলামের স্ত্রী শাবানা বেগমেকে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে তার একটি মেয়ে হয়।

এরপর ক্লিনিকের ৩নং কেবিনে তাদের রাখা হয়। বিকেলে এক অপরিচিত নারী এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করেন ও বিভিন্ন গল্প করতে থাকেন। নারীটি কোনো রোগীর আত্মীয় হবে ভেবে কেউ তাকে সন্দেহ করেননি।

সন্ধ্যায় শিশু এবং তার মায়ের সঙ্গে স্বজনরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন, তখন কোনো একসময় বাচ্চাটিকে নিয়ে চলে যান তিনি

আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।