প্রধানমন্ত্রীর উপহার পেলেন নোয়াখালীর ৫০০ চর্মকার ও অসহায় মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২১

লকডাউনে নোয়াখালীতে কর্মহীন হয়ে পড়া চর্মকারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে ১০০ চর্মকার ও ৪০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে এই উপহারসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

jagonews24

উপহারসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার তেল।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।