১০ টাকায় শাড়ি-লুঙ্গি পেলেন ১০ বাবা-মা
কুড়িগ্রামে ‘দশ টাকায় অসহায় বাবা-মায়ের মুখে হাসি’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় বেসরকারি যুব সংগঠনের উদ্যোগে ১০ টাকায় শাড়ি ও ১০ টাকায় লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে বেসরকারি যুব সংগঠন ফুল (ফাইট আনটিল লাইট)-এর উদ্যোগে অসহায় বাবা-মায়েদের মাঝে মাস্কসহ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ফুল যুব সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
দশ টাকায় অসহায় বাবা-মায়ের মুখে হাসি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন বাবা ও পাঁচজন মাকে ১০ টাকায় লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
ফুল যুব সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের উদ্যোগে গঠিত ফুল স্বেচ্ছাসেবী সংগঠনটি করোনাকালীন এই ব্যতিক্রম কার্যক্রমের আয়োজন করেছে। এর মাধ্যমে তারা অসহায় দরিদ্র মা-বাবাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই কর্মসূচি চলমান থাকবে।
মাসুদ রানা/এসআর/এমএস