‘স্যার, মধ্যবিত্তের পেটেও ক্ষুধা লাগে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৭ এপ্রিল ২০২১

ফোন দিয়ে ওপাশ থেকে একজন বললেন, ‘স্যার, মধ্যবিত্তের পেটেও ক্ষুধা লাগে’। কথাটি শুনে আর কিছু বুঝতে বাকি রইল না। ঠিকানা জিজ্ঞেস করেই পিয়ন দিয়ে খাবার পৌঁছে দিলেন।

যে ব্যক্তিকে ফোন করা হয়েছিল তিনি হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন তিনি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে এভাবে আরও চারজন অসহায় ব্যক্তির পরিবারে কৌশলে খাবার পৌঁছে দিয়েছেন বলে জাগো নিউজকে জানান ইউএনও জিয়াউল হক মীর।

তিনি বলেন, ‘গত পাঁচ-ছয়দিনে অন্তত ২৫ জন কর্মহীন অসহায় মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছে দিয়েছি। আরও বেশি বেশি খাবার পৌঁছানো উচিত। সবাই তো আর ফোন দেবে না। আমাদেরই খুঁজে বের করতে হবে।’

ইউএনও বলেন, প্রতিদিন শত শত ফোনকল পাচ্ছি। এর মধ্যে কিছু কিছু ফোনকল এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে উপজেলার কোথাও কেউ খাদ্য সংকটে থাকলে ০১৭০৫৪০১১০৬ নম্বরে জানানোর অনুরোধও জানিয়েছেন ইউএনও জিয়াউল হক মীর।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।