বজ্রপাতে প্রাণ গেল বিজিবি সদস্যের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৮ এপ্রিল ২০২১

নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে এক বিজিবির সদস্য মারা গেছেন। বুধবার (২৮ এপ্রিল) সকালে নিজ বাড়ির সামনে ধানের খড় শুকাতে গিয়ে তিনি বজ্রপাতে আহত হন। পরে তাকে নিয়ে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই বিজিবির সদস্যের নাম মো. আলমগীর হোসেন (২৮)। তিনি কেন্দুয়ার বাড়লা গ্রামের ইছাক মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী হামিদা আক্তার জানান, তার স্বামী আলমগীর বিজিবি ২৩ খাগড়াছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন। তাদের তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর কয়েক দিন আগে ছুটিতে নিজ বাড়িতে আসেন। বুধবার সকাল ৯টার দিকে বাড়ির সামনের হাওরে ধানের খড় রোদে শুকাচ্ছিলেন। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এসময় তিনি খড়গুলো জমা করছিলেন। এক পর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই ইকবাল কবির জানান, হঠাৎ করে বজ্রপাতে আলমগীরের শরীর ঝলসে যায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।