নেত্রকোনায় হেফাজত নেতা কাইয়ুম গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৮ এপ্রিল ২০২১

হেফাজতে ইসলামের নেত্রকোনা জেলার আহ্বায়ক কমিটির শীর্ষ নেতা মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে জেলার কেন্দুয়া উপজেলার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার পরিচালক ও হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কেন্দুয়ার বলাইশিমুল এলাকার একটি মাদরাসায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর বুধবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ২০১৩ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এইচ এম কামাল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।