নেত্রকোনায় ধান চুরির অভিযোগে ভিক্ষুককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:৫০ এএম, ২৯ এপ্রিল ২০২১

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে আধা-বস্তা ধান চুরির অভিযোগে আব্দুল বারেক নামে এক বৃদ্ধ ভিক্ষুককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ঘণ্টাব্যাপী নির্যাতন চালানো হয়েছে। এরপর তাকে মদন থানায় হস্তান্তর করা হয়।

ওই ব্যক্তির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি হাওরাঞ্চলে ধান কাটার সময় ভিক্ষা করতে এসেছিলেন। নির্যাতনের ভিডিওটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুদ মিয়া, তার ছোট ভাইয়ের উঠান থেকে আধা-বস্তা ধান চুরির অভিযোগ এনে এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

এইচ এম কামাল/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।