নোয়াখালীতে আরও ৫৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৭ এএম, ২৯ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নোয়াখালীতে নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে সাত হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার সদরে ২৩ জন, বেগমগঞ্জে ১৮ জন, চাটখিলে একজন, সেনবাগে সাতজন, সোনাইমুড়ীতে একজন, কোম্পানীগঞ্জে তিনজন ও সেনবাগে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও জেলার চাটখিলে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় নতুন শনাক্তের হার শতকরা ১১ দশমিক ৫৬ শতাংশ।

বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন ও আইসোলেশনে আছে ১৫ জন।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।