কাদের মির্জার বিরুদ্ধে পুলিশের জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৯ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার এক উপপরিদর্শককে (এসআই) হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে সহযোগী আবদুল হামিদ প্রকাশ ওভি হামিদের মুঠোফোন থেকে এসআই রিয়াদুল হাসানকে কাদের মির্জা নিজে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে ওই রাতেই পুলিশের পক্ষ থেকে মেয়র কাদের মির্জার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে হুমকি ও জিডির বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, কর্তব্যরত একজন পুলিশ অফিসারকে হুমকিমূলক কথা বলায় তা সাধারণ ডায়রিতে নথিভুক্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে এসআই রিয়াদুল হাসান সাংবাদিকদেরকে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, তিনি জুম মিটিংয়ে ব্যস্ত আছেন। এ বিষয়ে পরে কথা বলবেন।

এ ব্যাপারে মতামত জানতে মেয়র আবদুল কাদের মির্জাকে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হুমকি দিয়ে কথা বলায় গত ২৪ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের ২৮ কর্মী কাদের মির্জার বিরুদ্ধে থানায় জিডি করেন।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।