বগুড়ায় কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০২১

সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের জলেশ্বরীতলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিট্রেট নাছিম রেজা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুযায়ী অরবিট কোচিং সেন্টাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসএমএম /এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।