সবজিবাহী পিকআপে ফেনসিডিল পাচার, চালক-হেলপার আটক
গাইবান্ধায় ৩১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কুমড়াবাহী পিকআপের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী এলাকায় তাদের আটক করা হয় ।

আটকরা হলেন, দিনাজপুর জেলার সদরের রামনগর গ্রামের আকাশ মিয়া (৩৪) ও শামীম মিয়া (৪৪) ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন থেকে পিকআপে করে বিভিন্ন পণ্য সরবরাহের নামে মাদকব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
জাহিদ খন্দকার/এসএমএম/এএসএম