ট্রাকচাপায় প্রাণ গেল অটোভ্যান চালকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩০ এপ্রিল ২০২১
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মো. সোহরাব হোসেন (৪০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকার সামছুল হকের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাশের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে মাছভর্তি ড্রাম নামিয়ে দিয়ে সোহরাব হোসেন অটোভ্যানটি নিয়ে শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে উক্ত স্থানে পৌঁছালে একইদিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা করা হবে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।