নোয়াখালীতে ট্রাক্টর বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ৩০ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নোয়াখালীতে ট্রাক্টর মাটি বহনের ট্রাক্টর বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের হুন্দা মিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি সেনবাগের ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ট্রাক্টরচালক এশার নামাজের পর মাটি পরিবহন শেষে সেটি আনলোড করার জন্য হাইড্রোলিক গিয়ার দিয়ে পেছনের অংশ উপরে তুললে ওপরে থাকা বিদ্যুতের লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।