ঢাবির দুই শিক্ষার্থীকে খাদ্যসামগ্রী উপহার ছাত্রলীগের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ৩০ এপ্রিল ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মন্নাটোলার একই পরিবারের দুই ভাই-বোন পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অটিস্টিক দুই মেধাবী শিক্ষার্থী করোনাকালে লকডাউনে এক বছর থেকে নিজ বাড়িতে অবস্থান করছে।

তাদের পরিবারও আর্থিকভাবে সচ্ছল নয়। করোনার কারণে অন্য পরিবারের মতো তারাও সমস্যার মধ্যে পড়েছে। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বিষয়টি জানতে পারলে তারা উপ-অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম আতিককে দায়িত্ব দেন।

সেই অনুযায়ী ২৯ এপ্রিল বিকেলে তাদের বাড়িতে উপস্থিত হয়ে আতিকুল ইসলাম আতিকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার ও শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসিফ আহসান।

jagonews24

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু, তেল, মুড়ি, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই মেধাবী শাহনাজ ও তার ভাই আমাদের অহংকার। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তাদের পাশে সবসময় থাকবে। প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা মনোবল নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এমন অসহায়দের সহযোগিতা করতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাবি শিক্ষার্থী দুই ভাইবোন।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।