ভোলায় ভারতফেরত শিক্ষকের বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০১ মে ২০২১

ভোলার লালমোহনে বজলুর রহমান নামে ভারতফেরত এক শিক্ষকের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লকডাউন করা হয়।

বজলুর রহমান লালমোহন উপজেলার চরভূতা লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

bhola1

লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মো. আল-নোমান জাগো নিউজকে জানান, ওই প্রধান শিক্ষক চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতের চেন্নাই যান। চিকিৎসা শেষে শুক্রবার তিনি লালমোহনে ফিরেন।

তিনি আরও জানান, আগামী ১৪ দিনের জন্য তার বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।