বগুড়ায় করোনায় আরও তিনজনের মৃত্যু
বগুড়ায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন।
শনিবার (১ মে) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মৃতরা হলেন, বগুড়ার নাটাইপাড়া এলাকার মিলা বেগম (৭৪), শহরের বৃন্দাবনপাড়া এলাকার আফজারুল ইসলাম (৭০) ও জয়পুরহাটের খাইরুল (৪০)।
এদের মধ্যে মিলা বেগম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, আফজারুল টিএমএসএস হাসপাতালে ও খাইরুল সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (৩০ এপ্রিল) শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৫২টি নমুনায় ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ১৬টি নমুনায় দুইজনের করোনা পজিটিভ এসেছে। আর গত ২৪ ঘণ্টায় ২০৬টি নমুনার ফলে ১৬ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১১ হাজার ৮৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬৬৮ জন। মৃত্যু হয়েছে ২৯৫ জনের। বর্তমানে হাস্পাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯১ জন।
এসএমএম/এমকেএইচ