নড়াইলে ভিক্ষুকরা পেলেন নগদ অর্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০২ মে ২০২১

নড়াইলে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মস্থানের জন্য ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২ মে) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩০৫ জন পুনর্বাসিত ভিক্ষুককের প্রত্যেককে নগদ তিন হাজার ৭০ করে মোট ৯ লাখ ৩৬ হাজার ৩৫০ টাকা দেয়া হয়।

jagonews24

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম এ অর্থ প্রদান করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে সমাজসেবা কার্যালয় নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফয়েল মাহমুদ তুফান, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিষদের কর্মকর্তারা ও উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।