পাঁচ এতিমখানায় ইফতার দিলেন হবিগঞ্জ পুলিশ সুপার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০২ মে ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

রোববার (২ মে) বিকেলে উপজেলার পাঁচটি এতিমখানার ছাত্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) মাহমুদা আক্তার শিমুল, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব, ওসি তদন্ত মোশারফ হোসেন, এসআই মফিদুল ইসলাম ও এসআই এম জসিম উদ্দিন।

শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর দারুদ সুন্নাহ এতিমখানা, পূর্ব বাগুনীপাড়া মাদ্রাসাতুল মদীনা এতিমখানা, সুদিয়াখলা তানজীমুল কোরআন এতিমখানা, দাউদনগর জামেয়া ইসলামীয়া এতিখানা ও সুরাবই এতিমখানার ১২২জন এতিম ছাত্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।