৩৩৩ নম্বরে কল দিলেই মিলছে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৩ মে ২০২১

বগুড়ায় জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে কল দিলেই মিলছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধি-নিষেধে কর্মহীন অসহয় আরও ৪৮ পরিবারের ২২৫ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

রোববার (২ মে) জাতীয় প্রাপ্ত তথ্য মতে, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় কর্মহীন অসহায় আরও ৪৮ পরিবারের ২২৫ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব কর্মহীনদের অধিকাংশ পরিবার একজনের আয়ের উপর নির্ভরশীল, যার মধ্যে অধিকাংশ রিকশাচালক, অটোচালক ছিল। যারা জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চান।

jagonews24

খাদ্যসামগ্রী বিতরণকালে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল ও সজিব মিয়া উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।