মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৭ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। শুক্রবার (৭ মে) দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রাম থেকে সাদ্দাম হোসেন (২৫) নামের মাদকাসক্ত এ যুবককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সাদ্দাম শহরের পূর্ব পাইকপাড়ার দুধ মিয়ার ছেলে।

পারিবার জানায়, বৃদ্ধ দুধ মিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বখাটে ছেলেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন ছেলে সাদ্দাম। প্রায়ই তিনি নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ প্রয়োগ করেন ও মারধর করেন।

গত মাসখানেক আগে এরই ধারাবাহিকতায় নেশার টাকার জন্য চাপ দিলে তার মা তা দিতে অস্বীকৃতি জানান। এসময় সাদ্দাম তাকে মারধর করেন। মাদকাসক্ত ছেলেকে নিয়ে কোনো উপায় না দেখে আদালতে মামলা করেন দুধ মিয়া।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আদালতের পরোয়ানা জারির পর গ্রেফতার করা হয় ছেলেটিকে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।