মৌলভীবাজারে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৭ মে ২০২১
প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। এতে ৯ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার কাউয়াদীঘি হাওরের কুশসা বিলের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রায়না বেগম (৩৮), সুন্দর মিয়া (৪২), আরিফ উল্লা (৫০), আলম মিয়া (৩০), আজমল আলী (৩৮), শাহিন মিয়া (৩২), রোমান মিয়া (৩০), রুবেল মিয়া (৩৩) মাসুম মিয়া (২২)।

আহতদের চারজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার গ্রামের সুন্দর মিয়া ও সুহেল মিয়ার মধ্যে কাউয়াদীঘি হাওরের কুশসা বিলের কাছে জমি নিয়ে বিরোধ রয়েছে। শুক্রবার ওই জমিতে সুন্দর মিয়া ধান কাটতে গেলে প্রতিপক্ষ সুহেল মিয়া বাধা দেন। এসময় কথা কাটাকাটির জেরে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।