‘স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৭ মে ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে বাংলাদেশের সংক্রমণ পরিস্থিতি ভারতের চেয়েও খারাপ হতে পারে। তাই অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।’

শুক্রবার (৭ মে) বিকেলে মানিকগঞ্জের শুভ্র সেন্টারে ঈদুল ফিরত ও করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে করোনা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তবে সংক্রমণ আবারও বেড়েছে। করোনা রোগীর চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে দুই হাজার বেড ছিল। এখন ঢাকা শহরে রয়েছে আট হাজার বেড। সারাদেশের হাসপাতাল রয়েছে আরও ১৩ হাজার। গত এক বছরে সারাদেশে ১৩০ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দেশে একটি মাত্র ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা ছিল। বর্তমানে দেশে চারশ’র বেশি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ঈদকে সামনে রেখে যেভাবে মানুষ শিশুদের নিয়ে মার্কেটে ভিড় করছে, তাতে আমি শঙ্কিত। ফেরিঘাটে যে হারে মানুষ যাচ্ছে, তাতে কোনোভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেখানে ১০০ মানুষের ফেরি পারাপারের ব্যবস্থা রয়েছে, সেখানে পার হচ্ছেন হাজারের বেশি মানুষ। বেখেয়ালিপনায় যেন দেশের ক্ষতি না হয় সেইদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণকালে বক্তৃতা করেন পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

বি এম খোরশেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।