মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:০১ এএম, ০৮ মে ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. শামীম মিয়া (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৭ মে) শায়েস্তাগঞ্জ পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার শায়েস্তাগঞ্জ পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় হবিগঞ্জমুখী একটি মোটরসাইকেল ব্যবসায়ী শামীম মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখলাছুর রহমান খোকন/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।