ফেসবুকে গাঁজা সেবনের ভিডিও ভাইরাল, যুবককে কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৯ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাঁজা সেবনের ভিডিও ভাইরাল করায় আব্দুল্লাহ (২৪) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক তাকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ উপজেলার রসুল্লাবাদ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, কয়েকদিন আগে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ সিগারেটের ভেতর গাঁজা ঢুকিয়ে সেবন করার ভিডিও ফেসবুকে দেয়। এ ভিডিওতে তার সঙ্গে আরও বেশ কয়েকজন যুবককে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে দেয়ার পর তা ভাইরাল হয়ে যায়।

তিনি আরও বলেন, ভিডিওটি ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে। পুলিশ আব্দুল্লাহকে গ্রেফতারের তৎপরতা চালালে তিনি পালিয়ে যান। শনিবার (৮ মে) মধ্যরাতে বাড়িতে ফিরলে তাকে আটক করা হয়।

পরে রোববার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আব্দুল্লাহকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তার সঙ্গে থাকা অন্য যুবকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।