২ হাজার কর্মহীন পরিবারে পাশে আওয়ামী লীগ নেতা লিটন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৯ মে ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরের একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের দুই হাজার কর্মহীন পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিবেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লিটন।

শুক্রবার (৭ মে) আবুল কালাম আজাদ লিটনের পক্ষে তার বাবা উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নিজ ইউনিয়নের আনাইলবাড়ী, আরাইপাড়া, আঠারদানা, কেশবপুর, বিলগজারিয়া, কাহেতারা ও বুধিরপাড়া গ্রামের ৫০০ জনের মধ্যে এ অর্থ সহায়তা দেন তিনি।

পর্যায়ক্রমে উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের এক হাজার ৫০০ পরিবারে এ অর্থ বিতরণ করা হবে বলে জানান লিটন।

jagonews24

বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুলহাস তালুকদার জানান, ৫০০ টাকা করে দরিদ্র পরিবারের কাছে তারা পৌঁছে দিচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার দুই হাজার পরিবারে ১০ লাখ টাকা তারা পৌঁছে দেবেন।

আবুল কালাম আজাদ লিটন বলেন, কর্মহীন নিম্ন আয়ের মানুষ যাতে ঈদে সামান্য হলেও পোলাও চাল, চিনি, দুধ ও সেমাই কিনে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এ চিন্তা থেকে সহায়তা দেয়া হচ্ছে।

এস এম এরশাদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।