ঈদ করতে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাড়ি, সড়কে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০২:২০ পিএম, ১০ মে ২০২১

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা এলাকার বাসিন্দা সোহেল ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মন্ডলগাতী গ্রামের বাসিন্দা নুর আলম।

হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত সোহেল তার ভাড়ায়চালিত মোটরসাইকেলে নুর আলম ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন বলে জেনেছি। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা জানা যায়নি। তবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।’

মো. আরাফাত হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।