প্রতিবেশীর রান্নাঘরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর রান্নাঘর থেকে আরাফত নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়েপাড়া গ্রামের ছপের মালের রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরাফত ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শুক্রবার (৭ মে) সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় ছপের মালের স্ত্রী কোহিনুরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছপের মালের রান্নাঘর থেকে দুর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুঁতে রাখা বস্তাবন্দি মরদেহটি তুলে পুনরায় মাটি খুঁড়ে চাপা দেয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কোহিনুরকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাশীর উদ্দিন জানান, আটক কোহিনুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস