ধর্ম ব্যবসায়ীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৫২-এর ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটা আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে ধর্মকে ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করে ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন আসলে ধর্ম ব্যবসায়ীরা অপপ্রচার চালিয়েছে নৌকায় ভোট দিলে ইসলাম থাকবে না। তিনি বলেন, মুখে এক অন্তরে আরেক, এটা ইসলাম সমর্থন করে না।
সোমবার (১০ মে) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, বারবার মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের কাছে আমাদের পরাজিত হতে হয়েছে। এখন কওমি মাদরাসাকে ব্যবহার করে কিছু ধর্ম ব্যবসায়ীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশ যেখানে এগিয়ে যাচ্ছে আর সেখানে তারা দেশকে বিপথে নিয়ে যেতে ব্যস্ত।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, সহ-সভাপতি ভেটু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম।
রেজাউল করিম রেজা/এসআর/এমএস