পুরো বস্তাই ভরা ছিল ফেনসিডিলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১০ মে ২০২১

ফেনী সদর উপজেলার দেওয়ানগঞ্জ থেকে বস্তাভর্তি ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকার বায়তুর রহমান পাঞ্জেগানা মসজিদের পেছনে ডোবা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় গিয়ে মসজিদের পেছনে ডোবার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের সাদা বস্তা দেখতে পায়। পরে ব্যাগটি উদ্ধার করে সেখানে ১২১ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ফেনীস্থ র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, মাদককারবারীরা বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে ফেনসিডিলগুলো রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লাখ ২১ হাজার টাকা।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।