চিংড়িতে ক্ষতিকর ‘ম্যাজিক বল’, বিক্রেতাকে ৫০ হাজার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১০ মে ২০২১

ঝালকাঠির বড় বাজারে গলদা চিংড়ির মধ্যে ক্ষতিকর কৃত্রিম ‘ম্যাজিক বল’ ব্যবহার করে ওজনে কম দেয়ায় এক বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

খানজু মিয়া নামের এক মাছ বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার সোমবার (১০ মে) দুপুর ১টার দিকে এ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত খানজু মিয়া জরিমানার টাকা পরিশোধ করে আদালত থেকে মুক্তি লাভ করেন। এসময় বাজারে অবস্থানরত সব মাছ বিক্রেতাকে সঠিকভাবে ভেজালমুক্ত মাছ বিক্রির জন্য সচেতনতামূলক নির্দেশনা দেন ইউএনও।

আতিকুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।