মাকে হত্যাচেষ্টা মাদকাসক্ত ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১১ মে ২০২১

মাদক সেবনের টাকা না দেয়ায় নিজের মাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন জামির হোসেন (২০) নামের এক ব্যক্তি। আহত মা সাহারা খাতুন (৬৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার দিবাগত রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের পৌর এলাকার কমলাপুরে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে জামির তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় সে প্রথমে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে দিবাগত শেষ রাতে সাহরি খাওয়ার জন্য ঘরের দরজা খুলতেই মায়ের ওপর আক্রমণ করে বসে মাদকাসক্ত ছেলে। বৃদ্ধার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা তাকে ছেলের হাত থেকে রক্ষা করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাহারা খাতুন জানান, তার ছেলে জামির হোসেন মাদক ও ক্রিকেট জুয়ায় আসক্ত। থানায় অভিযোগ করায় এর আগেও পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আবার জুয়াড়িরা তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এবার তিনি তার নামে মামলা করবেন।

এ ঘটনার পর থেকে জামির হোসেন পলাতক রয়েছেন।

আল-মামুন সাগর/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।