মৌলভীবাজারে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১১ মে ২০২১
প্রতীকী ছবি

মৌলভীবাজারে করোনার নতুন ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক বিরাজ করছে। গত সপ্তাহে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর হার হু হু করে বাড়তে থাকার পর ‘মহামারি এখন ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে' বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে। ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের সঙ্গে মৌলভীবাজার জেলার ১৪টি সীমান্ত ফাঁড়ি রয়েছে। এ কারণেই জেলাজুড়ে বিরাজ করছে ভ্যারিয়েন্ট আতঙ্ক।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। জেলার ১৪ সীমান্ত ফাঁড়ি বন্ধ রাখা হয়েছে।

জুড়ী সীমান্ত এলাকার ইমরান হোসেন জানান, আতঙ্কে রয়েছি। সীমান্ত ব্লক করা হলেও চোরাইপথে লোকজন আসা যাওয়া করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে লোকজনদের সচেতন করা প্রয়োজন।

জেলার সর্বস্তরের লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।