মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, ২ দালাল আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১১ মে ২০২১

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই নারী দালালকেও আটক করা হয়।

উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে তিনজন শিশু, ১০ জন নারী ও পাঁচজন পুরুষ। তারা সবাই উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (১১ মে) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও অভিযুক্তদের আটক করা। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দালালরা হলের, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জালিয়াঘাটা এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী রশিদা বেগম (৩০) এবং একই এলাকার মোহাম্মদ মুসার স্ত্রী রাজিয়া বেগম (২০)।

jagonews24

ওসি হাফিজুর বলেন, মঙ্গলবার ভোরে বাহারছড়ার কচ্ছপিয়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য রোহিঙ্গাদের জড়ো করার খবর পেয়ে পুলিশের একটি সেখানে দল অভিযান চালায়। এসময় সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়ি ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দালাল পালিয়ে যায়। পরে দুই দালালকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রোহিঙ্গাদের উদ্ধারের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া রোহিঙ্গাদের হস্তান্তরে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া আটক দুই দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।