বগুড়ায় সেই মাটি ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৪ মে ২০২১

বগুড়ার শাজাহানপুরে মাটির ট্রাক যাতায়াত নিয়ে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত মাটি ব্যবসায়ী জাহিদুর রহমান (৪৫) মারা গেছেন।

শুক্রবার সকালে ঈদের নামাজের আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই সপ্তাহ পর তিনি মারা যান।

জাহিদুর রহমান উপজেলার চকজোড়া গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি মাটি, বালির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, চকজোড়া গ্রামে জাহিদুর রহমানের মাটির পয়েন্ট রয়েছে। ওই পয়েন্ট থেকে মাটিবাহী ট্রাক যাতায়াত নিয়ে স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়।

এ নিয়ে গত ২৯ এপ্রিল রাতে মারপিটের উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে জাহিদুর রহমান গুরুতর আহত হয়ে শজিমেক হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় জাহিদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪০), আবুল হোসেনের ছেলে আতিকুর রহমানসহ (৪২) ১৫ জনকে আসামি করে ৩ মে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। এমতাবস্থায় ঘটনার দুই সপ্তাহ পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহমান মারা যান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। মারপিটের মামলাটি হত্যা মামলা হিসেবে আমলে নিতে আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

বগুড়া/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।