জামাই বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শ্বশুরের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় জামাল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জামাল উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
শুক্রবার (১৪ মে) বিকেলের দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের জামাল উদ্দিন ঈদ উৎসব উপলক্ষে বাইসাইকেলযোগে মেয়ের জামাই ফজলুল হকের বাড়ি যাচ্ছিলেন।
তিনি কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে পৌঁছালে দিনাজপুরের নীমনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে রবিউল ইসলাম ও কুড়িগ্রামের ঘোগাদহ গ্রামের তার অপর এক আত্মীয়কে নিয়ে সোনাহাট স্থল বন্দর দেখার জন্য ভূরুঙ্গামারী অভিমুখে আসা মোটরসাইকেলটি সাইকেল আরোহীকে ধাক্কা দিলে বৃদ্ধ সেখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় তার নাক, মুখ ও ডান কান দিয়ে রক্ত ঝরছিল। এতে মোটরসাইকেল আরোহী রবিউল ইসলামকেও আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা গ্রহণ করা হবে।
এমআরএম/এমএস