নেত্রকোনায় কুড়ালের কোপে স্বামী খুন, স্ত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৫ মে ২০২১

নেত্রকোনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী। ওই ব্যক্তির নাম রুক্কু মিয়া। তিনি জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে।

শনিবার (১৫ মে) সকালে নেত্রকোনার কলমাকান্দার উপজেলার কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্ত্রীর নাম রুবিনা আক্তার (২৭)। তিনি কৈলাটি গ্রামের বাবুল হেলালীর মেয়ে। তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কু মিয়া কয়েক বছর আগে রুবিনা আক্তারকে বিয়ে করেন। রুক্কু মিয়া এর আগেও আরও দুইটি বিয়ে করেন। আগের বিয়ের তথ্য গোপন করার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দাম্পত্য কলহের জেরেই মধ্যেই শুক্রবার (১৪ মে) শ্বশুরবাড়িতে বেড়াতে যান রুক্কু মিয়। শনিবার সকালে কলহের একপর্যায়ে স্ত্রীর কুড়ালের কোপে মারা যান তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রুক্কু মিয়া মোট তিনটি বিয়ে করেন। এ কারণে তাদের দাম্পত্য কলহ চলছিল। শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের একপর্যায়ে রুবিনা স্বামী রুক্কু মিয়াকে কুড়াল দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুক্কু মিয়া নিহত হন।

ওসি আরও জানান, স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন রুবিনা। তাকে আটক করা হয়েছে।

এইচ এম কামাল/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।